নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ১ জুন রাজধানীর আদাবর থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য (কেক) বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহারপূর্বক বিক্রয় ও বাজারজাতের অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে সাদী ফুড, আদাবর বাজার, আদাবর, ঢাকা-কে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
নিউ সুমন প্লেইন কেক, ১৫/১৬, রোড-১৮, আদাবর, ঢাকা -কে টাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট ৭৫,০০০ (পচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
