শরীয়তপুর মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২ জুন সকাল ১১ টায় শরীয়তপুর জেলা পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় শরীয়তপুরের সহযোগিতায়, মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা ( কমপ্রেন্সিভ একশান প্ল্যান ) প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, এসময় পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দেন, “যারা মাদক ব্যবসা করেন তাদের শরীয়তপুরে জায়গা হবেনা, আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা মাদক ব্যবসায়ীদের আইনের কাছে সোপর্দ করব।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন আপু, সংসদ সদস্য, শরীয়তপুর-১
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, মুহাম্মদ আবদুর রউফ মিয়া, উপ-সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকা, অনল কুমার দে, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখা, এ্যাড: পারভেজ হাসান জন, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভাপতিত্ব করেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।


বিজ্ঞাপন