মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
কেমন আছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ,সকলের খোজঁ এবং তাদের সাথে কুশল বিনিময় করতে,সদ্য অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় পিপিএম বার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ (৬ জুন) সোমবার সকাল ১১ ঘটিকার সময় নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে,জেলা পুলিশের আয়োজনে অবসরপ্রাপ্ত ২ শতাধিক পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন,সদ্য পদন্নোতি প্রাপ্ত নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার),বর্তমানে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। নড়াইল পুলিশ সুপার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক ও পারিবারিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় পুলিশের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করেন এবং সকলের উদ্দেশে বলেন,আপনারা মানুষের কল্যাণে কাজ করুন,এতে মানুষ আপনাদের সম্মান করবে,সমাজে পুলিশের সম্মান,মর্যাদা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যাশিত উন্নত বাংলাদেশ ও আধুনিক পুলিশি ব্যবস্থা বিনির্মাণে কর্মরত থানা পুলিশকে তথ্য দিয়ে বিভিন্ন অপরাধ,মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন কাজে সহায়তা করে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আরো বলেন,আপনারা বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেছেন,পুলিশ পরিবারের সদস্য হিসেবে আপনারা যেকোন প্রয়োজনে থানা পুলিশসহ পুলিশ অফিসে যোগাযোগ করবেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,এস,এম, কামরুজ্জামান,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস,মীর শরিফুল হক,ডিআইও-১,জেলা বিশেষ শাখা,শওকত কবীর,অফিসার ইনচার্জ,নড়াইল সদর থানা,বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ। এসময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যগণ সদ্য অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপারকে তাদের ভালো মন্দের বিষয়ে জানান ও পুলিশ সুপার সকলের পরিবারসহ পুলিশ হাসাপাতালের সাস্থ্য সেবার বিষয়ে এবং সকলের ভালো মন্দের বিষয়ে পুলিশ সুপারকে জানাতে সকলকে আহব্বান জানান।