মামুন মোল্লা (খুলনা) ঃ কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত মোবাইলটি কোনভাবে হারিয়ে গেলেও সেটা এখন আর দুশ্চিন্তার বিষয় নয়, শুধুমাত্র খুলনা জেলার সাইবার সেলের কল্যাণে। সেই জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় সোমবার ৬ জুন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, খুলনা- এর প্রযুক্তিগত সহায়তায় রুপসা, পাইকগাছা, ডুমুরিয়া ও দিঘলিয়া থানা এলাকা হতে হারানো মোট ১৩ টি মোবাইল উদ্ধার পূর্বক মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
কষ্টার্জিত অর্থে ক্রয়কৃত মোবাইলটি কোনভাবে হারিয়ে গেলেও সেটা এখন আর দুশ্চিন্তার বিষয় নয়, শুধুমাত্র খুলনা জেলার সাইবার সেলের কল্যাণে।
মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোন পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।