নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ১১ জুন, ৮ টা ৫০ মিনিটের সময় সিএমপি ডিবি পশ্চিম ও বন্দর বিভাগের অভিযানিক টিম চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা হতে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবা,নগদ ২০,০০০ (বিশ হাজার) টাকা ও ১ টি OPPO মোবাইল সেট সহ মোঃ ফারুক @তানভীর@ রাসেল কে আটক করেন।