নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ১২ জুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরা এর নেতৃত্বে রাজধানীর মৌচাক এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিধি মোতাবেক, সেনসেশন মার্ট বিডি নামক প্রতিষ্ঠানে স্কিন ক্রিম, স্কিন পাউডার, লিপস্টিক, টয়লেট সোপ, সিনথেটিক কালার পেস্ট পণ্যের অনুকূলে বিএসটিআই হতে ছাড়পত্র গ্রহণ না করেই পণ্যগুলো বিক্রি ও বিতরন করার অপরাধে বিএসটিআই এর আইন-২০১৮ এর ৩১/৩১ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট এ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মনির হোসেন, ফিল্ড অফিসার (সিএম)।