চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে রবিবার ১২ জুন, সকাল সাড়ে ৭ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমির জাফর বিপিএম ।

উক্ত প্যারেডে নেতৃত্ব প্রদান করেন সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ শাহীন। প্রধান অতিথি এসময় সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ ফারুক উল হক পিপিএম সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *