নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৩ জুনবিকাল ৪ টায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর সাথে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২২-২০২৩ স্বাক্ষরিত হয়।
এ সময় উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মোঃ মহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ আইনুল হক, সকল থানার অফিসার ইনচার্জগণসহ আরপিএমপি’র অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
এসময় পুলিশ কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উদ্দেশ্যে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের উপর গুরুত্বারোপসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।