ঢাদসিক মেয়রের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া(Guner Ureya) এর এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার মধ্যকার ‘সিস্টার সিটি এগ্রিমেন্ট’ সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলাপ হয়। এছাড়াও দক্ষিণ সিটি করপোরেশন ও প্রিস্টিনার ঐতিহাসিক স্থাপনাগুলোকে জোরালোভাবে উপস্থাপনের মাধ্যমে দু’দেশের পারস্পরিক পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস ও কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া আগামীদিনে বাংলাদেশ ও কসোভোর মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীরতর হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *