মামুন মোল্লা (খুলনা) ঃ রবিবার ১৯ জুন, দুপুর সাড়ে ১২ টার সময় কেএমপি’র সদর দপ্তরস্থ কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা মহোদয়ের সভাপতিত্বে আঞ্চলিক পরিবহন কমিটি এবং মেট্রোপলিটন সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রেজিষ্ট্রেশন বিহীন মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মোটরযানের ট্যাক্স ও ফিটনেস হালনাগাদ করণ, মোটরযান রুট পারমিট অনুমোদন, অবৈধ পার্কিং এবং যানজট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) তাজুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ ফিরোজ হোসেন-সহ আঞ্চলিক পরিবহন কমিটির বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।