নিজস্ব প্রতিবেদক ঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্হ্য সেবার মান উন্নয়নে ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের একটা কোনা সাজানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সম্মানে আর উল্লেখ করা হয়েছে “দেশকে জানতে হলে বংগবন্ধু কে জানুন।” স্লোগান দিয়ে।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও নিশ্চিতে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং সকল প্রকার জনবল সুবিধা।
সীমিত সম্পদ ও সীমিত জনবল নিয়েও ডামুড্যা উপজেলার জনসাধারণকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন এর নেতৃত্বাধিন সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।
আর এসব কিছুই সম্ভব হচ্ছে, শরীয়তপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ এস এম আব্দুল্লাহ আল মুরাদ সঠিক নির্দেশনা ও অনুপ্রেরণায়।
