নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২১ জুন, বাংলাদেশ রেলওয়েকে নিরাপদ,সাশ্রয়ী, আরামদায়ক ও পরিবেশ বান্ধব গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা সিরডাপ এ “উন্নয়নের অগ্রযাত্রায় রেলওয়ে: চ্যালেঞ্জ ও প্রতিকারসমূহ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনারে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক , রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নূর এমপি, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর সভায় সভাপতিত্ব করেন।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, যাত্রী কল্যাণ সমিতি সহ বিভিন্ন অংশীজন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।