পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সিএমপি’র ট্রাফিক বিভাগের বিশেষ নির্দেশনা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,শনিবার ২৫শে জুন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্যে সিএমপি ‘র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক প্রণীত ট্রাফিক ব্যবস্থাপনায় নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ ব্যবস্থার অংশ হিসেবে,

শনিবার ২৫শে জুন, নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিতব্য পদ্মা সেতু শুভ উদ্বোধন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সকাল ৮ টা থেকে রাতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়াম কেন্দ্রিক ইস্পাহানী মোড় হতে কাজির দেউরী, কাঠের বাংলো হতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়, আটমার্সিং হতে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মোড়, নেভাল ক্রসিং মোড় হতে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয় মোড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন সাপেক্ষে ডাইভারশনের মাধ্যমে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

অনুষ্ঠানে আগত যানবাহন সমূহ (১) ইস্পাহানী মোড়, (২) কাজির দেউরী, (৩) নেভাল ক্রসিং ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং পরবর্তী প্রধান পার্কিং স্থান সিআরবি সড়কে ও জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পার্কিং করতে পারবে।

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সন্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *