সিলেট ও সুনামগঞ্জের ত্রাণ কার্যক্রমে গতি আনতে ৩টি ল্যান্ডিং ক্রাফট ক্যাটাগরির জাহাজ নিযুক্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ সিলেট ও সুনামগঞ্জের ত্রাণ কার্যক্রমে গতি আনতে ৩টি ল্যান্ডিং ক্রাফট ক্যাটাগরির জাহাজ নিযুক্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। LCM- Landing craft mechanized গুলো হল BNS LCM 101-103। প্রতিটি ল্যান্ডিং ক্রাফটের স্ট্যান্ডার্ড ডিসপ্লেসমেন্ট ৮৫-৯০ টন।

এই ল্যান্ডিং ক্রাফট গুলো অভ্যন্তরীণ নৌপথে এম্ফিবিয়াস এসল্ট চালানোর উদ্দ্যেশ্যে ১৯৮৬ সালের দিকে চীন থেকে সংগ্রহ করেছিল। বর্তামানে বাংলাদেশ এর চেয়ে আকারে বড় এবং উন্নতমানের ল্যান্ডিং ক্রাফট দেশেই তৈরী করছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *