নীলফামারিতে পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ “আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু”
“পদ্মা সেতু উদ্বোধনএকটি
স্বপ্নের উম্মোচন” উক্ত শ্লোগানগুলো কে ধারণ করে শনিবার ২৫ জুন, জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে সকাল ৯ টায়,পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা নীলফামারী শহরের বড়বাজার এলাকা প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা,একাডেমিতে মিলিত হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সরাসরি সম্প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার, নীলফামারী, মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, নীলফামারী, দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা,মোঃ আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারী, সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার র‌্যাব-১৩, মহোদয়, মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,সদর- নীলফামারী, শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সদর-নীলফামারী সহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স, সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে আনন্দ শোভাযাত্রায় জেলা পুলিশ,নীলফামারীর বাদক দল সহ পুলিশের বিপুলসংখ্যক বিভিন্ন পদমর্যাদা সদস্য অংশগ্রহণ করে। এছাড়াও পুলিশ লাইন্স, নীলফামারীতে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *