পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আরএমপি’র বর্ণ্যাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ ”আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই প্রতিপাদ্য কে সামনে রেখে
শনিবার ২৫ জুন, বাঙালী জাতির জীবনে এক অবিস্বরণীয় দিন। স্বপ্নের পদ্মা সেতু শুধু রড-সিমেন্টের অবকাঠামো নয়।

এটি বাংলাদেশের অহংকার, আত্মমর্যাদা ও। সক্ষমতার প্রতীক।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশবাসীর ন্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণ্যাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করে।

র‍্যালিটি সকাল সাড়ে ৮ টায় নগর ভবন পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি চত্বরে শেষ হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: সাজিদ হোসেন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকতা-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আরএমপি’র বিভিন্ন থানার কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *