পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নড়াইল জেলা পুলিশের নানারকম কর্মসূচি পালন

Uncategorized জাতীয়

মোঃ রফিকুল ইসলাম ঃ বাঙালির আত্মমর্যাদা ও সম্মানের প্রতীক স্বপ্নের পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষ্যে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন স্থাপনায় আলোক সজ্জা, ড্রপডাউন ব্যানার স্থাপন, প্রচারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ও এলইডি টিভি’র মাধ্যমে প্রচার, লিফলেট বিতরণ, নড়াইল ভিত্তিক টিভি চ্যানেলে প্রচার, ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার সহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

গতকাল ২৫ জুন, প্রধানমন্ত্রী কর্তৃক বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু’র উদ্বোধন অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ভার্চুয়ালি উপভোগ শেষে প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), নড়াইল মহোদয়ের সভাপতিত্বে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে পুলিশ লাইন্সে সকল পুলিশ সদস্য টিভিতে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন, এছাড়া প্রীতিভোজ, আলোচনা সভা, কেক কাটা অতঃপর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষকগণ, ছাত্র-ছাত্রী ও পুলিশ সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জেলার উচ্চ পদস্থ কর্মকর্তাগণ, সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা, মোঃ মনিরুজ্জামান, অধ্যক্ষ, আব্দুল হাই সিটি কলেজ, নড়াইল, এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম; রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, শিক্ষকগণ, ছাত্র-ছাত্রীবৃনন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *