সরকার কর্তৃক গৃহীত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বাফওয়া’র বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ সরকার কর্তৃক গৃহীত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের মূল প্রতিপাদ্য ‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচী-২০২২ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন।

মঙ্গলবার ২৮ জুন, বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নান কেন্দ্রীয় বাফওয়া অফিস প্রাঙ্গণে একটি ফলজ চারা রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। একই কর্মসূচীর আওতায় বিমান বাহিনী সকল ঘাঁটি /ইউনিটের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখা সমুহেও বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে।

বৃক্ষ রোপণের প্রাক্কালে বাফওয়া সভানেত্রী উপস্থিত সকলকে প্রধানমন্ত্রীর আমন্ত্রনে সাড়া দিয়ে সকলকে বাড়ির আঙ্গিনায় খালি জায়গায় গাছ লাগানোর উদ্দ্যোগ গ্রহণের আমন্ত্রন জানান ।

বৃক্ষরোপণ কর্মসূচীর পরে বাফওয়া সভানেত্রী সহ উপস্থিত সকলে দেশের পরিবেশ রক্ষাসহ বন্যা দুর্যোগের হাত থেকে রক্ষায় মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *