নিম্নমান সহকারী ইখতিয়ার এত টাকা পেল কোথায়

অপরাধ আইন ও আদালত জাতীয় জীবন-যাপন জীবনী ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাই জাতীর মেরুদন্ড এই মেরুদন্ডকে শক্ত করার লক্ষে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শিক্ষা ও পরিকল্পনা হাতে নিয়েছে যাতে করে বিশ্বের বুকে বাঙালী জাতি গর্বকরে বলতে পারে আমরা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষিত জাতি। আর এই শিক্ষাকে পুজি করে সরকারি প্রার্থমিক শিক্ষা অধিদপ্তরের কিছু অসাধু সরকারি কর্মকর্তারা প্রধান মন্ত্রীর নির্দেশ অমান্য করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অনুসন্ধানে বেড়িয়ে এসেছে মিরপুর ২নং অবস্থিত সরকারি প্রার্থমিক অধিদপ্তর নিম্নমান সহকারী ইখতিয়ার হোসেন এর নাম। অনুসন্ধানে জানা যায় এই ইখতিয়ার হোসেন, মাদারীপুর কালকিনি এলাকার ছেলে, এক সময় তাঁর দুর্দিন ছিল চাকুরী হওয়ার পরে গ্রামের বাড়িতে নামে বেনামে সম্পদ গড়ে তোলে ঢাকায় তাঁর বর্তমানে তিনটি ফ্লাট রয়েছে যার মূল্য আনুমানিক ১ কোটি ৫০ লক্ষের উর্ধে। মিরপুর-১ নাম্বার ব্লক-জি, রোড-২, বাড়ী-৯, দ্বিতীয় তলায় দক্ষিণ পাশে, দ্বিতীয় ফ্লাট ব্লক-ই, রোড-৭, বাড়ী-১২, ৪র্থ তলার এই আলীশান ফ্লাটটিতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে, ৩য় ফ্লাটটি ব্লক-জি, রোড-৩, বাড়ী-২ এই ফ্লাটটি অর্ধেক মালিকানা শেয়ার আছে। এই দুর্নীতিবাজ ইখতিয়ার হোসেন এত টাকা পেল কোথায়। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক অফিস স্টাফ বলেন এই ইখতিয়ার হোসেন স্যার, এতটাই দুর্নীতিবাজ যে বলার বাহিরে আমাদের অফিসে দুর্নীতি নিয়ে কেউ প্রতিবাদ করলে আমাদেরকে বদলি করার হুমকি দেয়। স্থানীয় কোন সাংবাদিক রির্পোট করতে চাইলে তাদেরকেও হুমকি দেয়, দুদকের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তার আতœীয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সবাই তাঁর আতœীয় সজন বটে পরিচয় দেয়। উক্ত দুর্নীতি বিষয়ে ইখতিয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি উক্ত বিষয়ে প্রথমে শিকার করে এবং সাংবাদিক কে সমাঝোতার প্রস্তাব দেয়। সাংবাদিক তার সমোঝোতায় রাজি না হওয়ায় হুমকি দেয় এবং বলে আপনারা যা পারেন তা লিখেন আমার নামে। প্রিয় পাঠক এই ইখতিয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনুসন্ধান চলছে। চোখ রাখুন পরবর্তী প্রতিবেদনে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *