বিএসএমএমইউর ৬ অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু অনুষদের ৬ জন অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় ৩০ জুন,বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে শিশু অনুষদ এ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে।

বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষকরা হলেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, অধ্যাপক ডা. গোলাম মাঈন উদ্দিন, অধ্যাপক ডা. আফিকুল ইসলাম, অধ্যাপক ডা. এ.এস.এম বজলুল করিম, অধ্যাপক ডা. মোঃ মিজানুর রহমান ও অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, যারা আজ অবসর নিয়েছেন, তারা শুধু কাগজে অবসর নিয়েছেন। আপনাদের যতদিন খুশি ততদিন বিভাগের হয়ে কাজ করবেন বলে আশা রাখি। আমি আপনাদের বিদায় দিতে পারলাম না। আমি যতদিন দায়িত্বে আছি ততদিন আপনারা নির্বিঘ্নে কাজ করবেন।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় আপনাদের (যারা অবসরে গেলেন) কাছে পরামর্শ চায় । আপনাদের কাছে চালু হতে যাওয়া নতুন সুপার স্পেশাইলাসড হাসপাতালে সপ্তাহে অন্তত একদিন এসে রোগীর সেবার করার আহ্বান জানাই ।

বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *