নিজস্ব প্রতিবেদক ঃ জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যদের ভুমিকা দেশে বিদেশে সমাদৃত । ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারীতে জঙ্গি হামলায় ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম এবং বনানী থানার তৎকালীন অফিসার ইনচার্জ সালাউদ্দিন খান দুঃসাহসী উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে নিহত হন।
তাদের স্মরনে গুলশান নতুন থানা ভবনের সামনে নির্মিত ‘দৃপ্ত শপথ’ ভাস্কর্যে শুক্রবার ১ জুলাই, বেলা ১২ টায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এবং অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চ মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
