নিজস্ব প্রতিবেদক ঃ বন্যার নোংরা পানির মধ্যে থাকার কারণে ৭ বছর বয়সী আনিকার পুরো শরীরে চুলকানি হয়, তাই তার মা তাকে একটি ফ্রি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। বন্যায় যখন তাদের বাড়ি প্লাবিত হয় তখন তাদের উদ্ধার করার জন্য কোন নৌকা ছিল না, এবং পরে তাদেরকে একটি মহাসড়কের পাশে কোনভাবে আশ্রয় নিতে হয়।
সিলেটে এরকম লাখ লাখ পরিবারের জরুরী স্বাস্থ্যসেবা, খাবার ও বিশুদ্ধ পানির প্রয়োজন। ইউনিসেফ সরকারের সাথে সম্মিলিত ভাবে এসকল মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে।