নিজস্ব প্রতিনিধি ঃ গত বুধবার ৬ রাত ২১ টা ১০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো এর দিক নির্দেশনায় এসআই মোঃ আবদুল মান্নান, এএসআই মোঃ সুলতান মাহাবুব ও সঙ্গীয় ফোর্স লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ড সাতারপাড়া সাকিন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ১ জন মাদক বিরোধী কে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ হুমায়ুন কবির তুহিন (৩০), পিতা-মৃত সাখাওয়াত হোসেন, মাতা-হালিমা খাতুন, সাং-সাতারপাড়া (হালিম পালের বাড়ী), পৌর ৫নং ওয়ার্ড, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর,
সে চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। উক্ত আসামীর বিরুদ্ধে আদালতে পূর্বের একটি মামলা বিচারাধীন আছে।
