মায়ানমারের রাখাইন উপকূলে একটি অবিস্ফোরিত টর্পেডো উদ্ধার

Uncategorized আন্তর্জাতিক

কুটনৈতিক বিশ্লেষক ঃ গতকাল বুধবার ১৩ জুলাই, মায়ানমারের রাখাইন উপকূলে একটি অবিস্ফোরিত টর্পেডো উদ্ধার করেছে স্হানীয়রা।

যেটি ভারতের তৈরী সানায়া লাইট ওয়েট টর্পেডো। ২০১৯ সালে একটি চুক্তির আওতায় ভারত মায়ানমার নৌবাহিনীর সাবমেরিনে ব্যবহারের জন্যে এই টর্পেডো গুলো সরবরাহ করে।

গত মাসে মায়ানমার নেভী রাখাইন উপকূলে বড় ধরণের এক নৌ মহড়ার আয়োজন করে,যেখানে তাদের সাবমেরিন দুটিও অংশগ্রহণ করে। এই মহড়ায় তাদের সাবমেরিনরা প্রশিক্ষণের অংশ হিসেবে কোন টার্গেটকে লক্ষ্য করে টর্পেডো ছুঁড়লেও, তা শেষ পর্যন্ত টার্গেটে হিট করতে না পারায় টর্পেডোর ইন্জিন চালু থাকার কারণে তা সরাসরি উপকূল চলে আসে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *