জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে Formed Police Unit (FPU)-২০২৩ সালের রোটেশন প্রেরণের জন্য এবং ১টি Standby BANFPU এর জন্য বিএমপি, বরিশালে কর্মরত এসআই (নিরস্ত্র/সশস্ত্র)/ সার্জেন্ট/টিএসআই ও ইন্সপেক্টর (নিরস্ত্র/সশস্ত্র/শহর ও যানবাহন) পদমর্যাদার কর্মকর্তাদের (নারী ও পুরুষ) প্রাথমিকভাবে মনোনয়নের জন্য জন্য গতকাল শনিবার ১৬ জুলাই, , শনিবার সকাল ৮ টা থেকে দিনব্যাপী বিভিন্ন ধাপে যথাক্রমে বঙ্গবন্ধু উদ্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়াম ও বিএমপি সদর দপ্তর সম্মেলনকক্ষে আগ্রহী প্রার্থীদের শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে মনোনয়ন পরীক্ষা কমিটির এক্সামিনার হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, বিএমপি উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএসবি রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স মােঃ শহীদুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *