কিশোরগঞ্জ দুদক অফিসে দুর্নীতির প্রথম মামলা দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জ দুদক অফিসে দুর্নীতির প্রথম মামলা দিয়ে যাত্রা শুরু করেছে দুদকের কিশোরগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়। এছাড়াও দেশের ১২টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন অফিস গত ৩ জুলাই যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার পর গতকাল রবিবার ২৪ জুলাই, কিশোরগঞ্জ দুদক অফিসের প্রথম মামলাটি দায়ের এর মাধ্যমে শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা।

গতকাল রোববার (২৪ ‍জুলাই) দুদকের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি ছিল ভিজিএফ কার্ডের চাল আত্মসাৎ সংক্রান্ত। ২ হাজার ৩৫০ কেজি সরকারি ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগের মামলায় আসামি করা হয়েছে স্থানীয় দুই দালালকে।
আসামিরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদির বাসিন্দা আব্দুর রহমান ও মো. সজিব।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে কটিয়াদী থানাধীন চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুকূলে বরাদ্দকৃত ২ হাজার ৩৫০ কেজি সরকারি ভিজিএফ চাল আত্মসাৎ করেন। যার মূল্য প্রায় ১ লাখ ১১ হাজার ৫৮ টাকা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। গত ৮ জুলাই এক অভিযানে কিশোরগঞ্জ পুলিশের সহায়তায় চালসহ আসামিদের আটক করা হয়।
উপ-পরিচালক মো. সালাহউদ্দিন কিশোরগঞ্জ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালের আগে দুর্নীতি দমন ব্যুরোর সময় দেশের ৬৪ জেলাতে ছিল কার্যালয়। দুদক প্রতিষ্ঠার পর তা গুটিয়ে ২২টি করা হয়। প্রধান কার্যালয়ের ছয়টি অনুবিভাগের আওতায় চলে দুদকের পুরো কার্যক্রম। বর্তমানে নতুন ১২টিসহ ৩৬ কার্যালয়ের মাধ্যমে দুদকের কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *