কেউ ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ালে কঠোর হস্তে দমন করা হবে,পুলিশ সুপার প্রবীর কুমার রায়

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের দিঘলিয়ার ঘটনায় আকাশ সাহাকে নিয়ে কেউ শোসাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার ও গুজব ছড়ালে কঠোর হস্তে দমন করা হবে,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার)। নড়াইল লোহাগড়ার দিঘলিয়ার সাহা পাড়ায় হযরত মোহাম্মদ (সঃ) কে কুটুক্তিকারী আকাশ সাহা’র ফেসবুক হ্যাককারী জাহাঙ্গীর ইসলামকে পুলিশ আটক করেছে এই মর্মে শোসাল মিডিয়ায় বিভিন্ন ভাবে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে একটি কুচক্রীমহল। এ খবর সম্পর্ণই মিথ্যা,গুজব ও অপপ্রচার এবং এ অপপ্রচার ও গুজব থেকে,সবাইকে সতর্ক থাকতে আহব্বান জানান,সদ্য পদোন্তি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।এদিকে,ঘটনার পরে আকাশ সাহাকে খুলনা থেকে পুলিশ আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং
আকাশ সাহা বিজ্ঞ আদালতে ১৬৪ এ নিজের দোষ শিকার করে জবানবন্দি প্রদান করে বলে নিশ্চিত করেন,পুলিশ সুপার। শোসাল মিডায়া ফেসবুকে কেউ গুজব ও অপপ্রচার চালালে আইনরক্ষাকারী বাহিনি গুজবকারীদের আইনের আওতায় আনতে সর্বদাই প্রস্তুত রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *