ওবায়দুল হক খান ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ ১১ আগস্ট, সকাল ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আরোও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শামীম শাহরিয়ার, আব্দুল আলীম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম প্রমূখ।
এ সময় সহ সভাপতি তানভির শাকিল জয় এমপি, কাজী শহিদুল্লাহ লিটন, মজিবুর রহমান স্বপন,অ্যাডভোকেট শামীম শাহরিয়ার, দেবাশিষ বিশ্বাস, আব্দুল আলীম বেপারী, সৈয়দ নাসির,অ্যাডঃ কাজী শাহানাজ ইয়াসমিন, কৃষিবিদ মোঃআব্দুস সালাম, অ্যাডঃ মানিক কুমার ঘোষ ও ড.মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, এ কে এম আজিম ও খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আফম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু,শাহ জালাল মুকুল,নুরুল ইসলাম রাজা ও মেহেদী হাসান মোল্লা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক খান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ,গ্রন্থনা ও প্রচার সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল,প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, বানিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন কবির,শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, সমাজ কল্যান সম্পাদক এস এম সিহাবুজ্জামান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহাম্মদ উ্ল্লাহ জুয়েল, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্চিনিয়ার কোবাদ হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ সালমা হাই টুনী,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃছাইফুর রহমান ছিন্টু, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান, উপ সম্পাদকমন্ডলী, কার্যনির্বাহী সদস্যবৃন্দ,জাতীয় পরিষদ সদস্যবৃন্দ, মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।