নিখোঁজের ১২ দিন পর ২ ছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করলো রংপুর মেট্রোপলিটন পুলিশ

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ গত ১ জুলাই, রংপুর ধাপ শ্যামলী লেন থেকে নিখোঁজ হয়ে যায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর দুই ছাত্র।

তাদের একজন আলাভী বিন আব্দুল্লাহ (১৬), পিতা- আব্দুল্লাহ আল মাসুদ, অপরজন মোঃ আদহাম আল সামী (১৯), পিতা- মোঃ সেকেন্দার আলী, উভয় সাং- ধাপ শ্যামলী লেন, উভয় থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর।

আলাভীর পিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর শিশু বিষয়ক কনসালটেন্ট এবং সামীর পিতা মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের স্টোর-কিপার।

আলভী ও সামীর পরিবার তাদেরকে খোঁজা-খুজি করে না পেয়ে গত ১ আগস্ট রংপুর কোতয়ালী থানায় পৃথক দুইটি জিডি করেন। জিডি নম্বর-২৬ ও ৩১।

উক্ত জিডি অনুসন্ধান চলাকালে গত বৃহস্পতিবার ১১ আগস্ট ঢাকায় তাদের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়।

এরপর আরপিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের দিক নির্দেশনায় ডিএমপি ঢাকার খিলক্ষেত থানা পুলিশের সহযোগিতায় ব্যাপারী পাড়া বাজার মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পাশের্^ অবস্থিত আল-আমিন ছাত্রাবাস হতে তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়।

পরবর্তীতে আরপিএমপি কোতয়ালী থানার জিডি তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মজনু মিয়া তাদেরকে খিলক্ষেত থানা থেকে আরপিএমপি কোতয়ালী থানায় নিয়ে আসেন।

আলভী ও সামী একই ক্লাশের পরস্পর বন্ধু ও একই পাড়ায় বসবাস করে। মিডটার্ম পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় মানসিক ডিপ্রেশন থেকে উভয়ে বাসা থেকে পালিয়ে ঢাকায় চলে যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত ৩১ জুলাই বিকাল অনুমান ৫ টা ২৬ মিনিটের সময় বাসা থেকে বের হয়ে তারা প্রথমে লালমনিরহাটে যায়, পরে ট্রেন যোগে ঢাকায় চলে যায়। চলে যাওয়ার সময় তারা মোবাইল ফোন বা কোন প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে নেয়নি। ফলে তাদের চলে যাওয়া নিয়ে নানা ধরণের প্রশ্ন দেখা দেয়।

অবশেষে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন মহোদয়ের নির্দেশনা ও কোতয়ালী থানা পুলিশের তৎপরতায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে উদ্ধারকৃত ছাত্রদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়। তাদের চলে যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান অব্যাহত আছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *