রংপুরে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ গত বৃহস্পতিবার ১১ আগস্ট, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জাহাঙ্গীর আলম জেলা প্রশাসক কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর আয়োজিত ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দিনের অপর কর্মসূচিতে সচিব রংপুর জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান হতে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা), রংপুর, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালক ও বালিকা) রংপুরের নিবাসী এবং রংপুর জেলার বিভিন্ন উপজেলায় অনগ্রসর জনগোষ্ঠীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক করোনা কালীন মৃত দেহ সৎকার-দাফনকারীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় শহর সমাজসেবা কার্যালয় রংপুর এর মাধ্যমে উপকারভোগীর মাঝে ঋণ বিতরণ , প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গংগাচড়া উপজেলার উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ, সরকারি শিশু পরিবার বালিকা রংপুর এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ উপনির্বাসন কেন্দ্র রংপুর পরিদর্শন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *