নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১৫ আগস্ট, সোমবার বিকাল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ শরীয়তপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম. আশরাফুজ্জামান, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার, শরীয়তপুর।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ড. জিল্লুর রহমান, চেয়ারম্যান ও অধ্যাপক, ডিন, অর্থ এবং এনভাইরনমেন্ট সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ সাইফুর রহমান, পিপিএম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)শরীয়তপুর।
