নিজস্ব প্রতিবেদক ঃ মাদকের বিষাক্ত ছোবল থেকে জাতিকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর । ৭২ ঘন্টার ব্যবধানে ডিএনসি চাঁদপুর, জয়পুরহাট, নোয়াখালী, গাজীপুর, রাজবাড়ী ও মৌলভীবাজারে বিপুল পরিমান মাদক উদ্ধার। (শুক্রবার) ১২ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর এর সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে, পরিদশর্ক মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে, কচুয়া থানাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ড এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ মামুন পাটোয়ারী (৪৩), পিতা- আব্দুল হাই পাটোয়ারী, এবং জেসমিন আক্তার (২৪), স্বামী- মোঃ মামুন পাটোয়ারীকে ৪২০০ (চার হাজার দুইশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। (শনিবার) ১৩ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জয়পুরহাট এর সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সার্বিক তত্বাধানে, পরিদর্শক মো: আমিনুল কবির এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৮ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ অর্থ ২০০০০ (বিশ হাজার) টাকাসহ মোহাম্মদ সাব্বির হোসেন (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: আমিনুল কবির বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এদিকে (বৃহস্পতিবার) ১১আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নোয়াখালী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ টাক্সফোর্সের ২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ২ জন মাদক কারবারিকে ৮৪ বোতল বিলাতী মদ, ১৩২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫ লক্ষ ৪১ হাজার টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান এর নেতৃত্বে র্যাব ১১ এর সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহমুদুল হাসান এর সহযোগিতায় নোয়াখালী কোম্পানিগন্জের রামপুর ইউনিয়নের বামনী বাজার সংলগ্ন ঘর পোড়া বাড়ির মৃত মোঃ এরশাদ উল্যার ছেলে মোঃ আবদুল হালিম ওরফে কাঞ্চন (৪০) ও মৃত আহসান উল্যার ছেলে মোঃ নুরনবী ওরফে মিস্টার (৪০) এর বসত বাড়ি তল্লাশি করে ৮৪ বোতল বিলাতি মদ,১৩২ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ অর্থ ৫ লক্ষ ৪১ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ খবর নিশ্চিত করে ডিএনসির সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন মাদক কারবারিদের স্পর্দা কতো ভয়ানক! মফস্বলে এধরনের দামী ব্রান্ডের মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো দীর্ঘদিন যাবৎ। প্রধানমন্ত্রী ঘষিত মাদকের বিরুদ্ধে শুণ্য সহনশীলতা নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। আসামীদের বিরুদ্ধে কোম্পানিগন্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী দুটি পৃথক মামলা দায়ের করা হয়। অন্যদিকে (বুধবার) ১০ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাজীপুর এর উপ-পরিচালক মেহেদী হাসান এর সার্বিক তত্তাবধানে, পরিদর্শক সুমনুর রহমান এর নেতৃত্বে, একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বাসন থানার নাওজোড় মোড় বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ (দুইশত ষাট) বোতল ফেনসিডিলসহ এজাজুল (২২) ও সাকিব হাসান (২৪)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সুমনুর রহমান বাদী হয়ে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
অপরদিকে (শুক্রবার) ১২ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর সহকারী পরিচালক মো: তানভীর হোসেন খাঁন এর সার্বিক তত্তাবধানে, উপ-পরিদর্শক মো: শের আলম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজবাড়ী পৌরসভার ফুলতলা গ্রামস্থ (রেল স্টেশনের দক্ষিণ পাশে) রাহাত স্টোর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ শিলন হোসেন (২৮), পিতাঃ মৃত ফজলুল হককে ৩ (তিন) গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। (বুধবার) ১০ আগস্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপ-পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক জাকির হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৫ (চারশত পাঁচ) পিস ইয়াবা এবং ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
