নোয়াখালীর সেনবাগে (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল সোমবার ২২ আগস্ট নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উক্ত আদালতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী, মেসার্স আমানিয়া বেকারি এন্ড সুইটস, সেবার হাট বাজার, সেনবাগ, প্রতিষ্ঠানটি বিস্কুট ও ব্রেড পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে মোড়ক ও বাজারজাত করায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা, মেসার্স সুভ্র জুয়েলার্স, সেনবাগ প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ভরি/আনা ব্যবহার করায় ২,০০০ (দুই হাজার) টাকা, মেসার্স সত্য নারায়ন শিল্পালয়, সেনবাগ প্রতিষ্ঠানটি পরিমাপের ক্ষেত্রে ভরি/আনা ব্যবহার করায় ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় মেসার্স আলাউদ্দিন ফিলিং স্টেশন, সেনবাগ এবং চৌধুরী ফিলিং স্টেশন, সেনবাগ প্রতিষ্ঠান দুইটির ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায়।

মোবাইল কোর্টটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন নাহার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *