৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৩২ জন জেলেকে মঙ্গলবার ২৩ আগস্ট বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে ইন্ডিয়ান কোস্টগার্ড।

পূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির আওতায় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশী জেলেদের যথাযথ নিয়ম মেনে ফেরত দিয়েছে।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ “বিসিজি তাজউদ্দীন ” ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস ভরদ এর কাছ থেকে জেলেদের বুঝে নেন।

এসময় বাংলাদেশ কোস্টগার্ড জেলেদের উদ্ধার করায় ভারতীয় কোস্টগার্ডকে ধন্যবাদ জানায়।
এখনো সাগরে নিখোঁজ কিছুসংখ্যক বাংলাদেশী জেলে রয়েছে, তাদের যদি ভারতীয় উপকূলে শনাক্ত করা যায় তাহলে তাদের উদ্ধারেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *