যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪০ পিস ইয়াবা এবং ৭,৩৮,০২৫ টাকার ভেজাল সার ও সার তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

সুমন হোসেন (যশোর) ঃ সোমবার ২৯ আগষ্ট ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত তারিখ রাত্র ২ টা ১০ মিনিটের সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন হোটেল আর.এস ইন্টারন্যাশনাল এর ৩য় তলার হোটেলের অভ্যার্থনা কক্ষ হতে আসামী বিপ্লব শাহীনী কৃষ্ণ (৩৩), পিতা- মৃত রাজু সাহানী, গ্রাম- লোন অফিস পাড়া (নড়াইল রোড মহাসিন মিয়ার বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), মোছাঃ নুসরাত ইসলাম লুনা (১৯), স্বামী-নাসিম আহম্মেদ, পিতা- আব্দুল মান্নান, মাতা-রতনা বেগম ওরফ সাগরিকা, গ্রাম- তফসীডাঙ্গা (ঋষিপাড়া), আফরোজা আক্তার ঋতু@ক্যাপ্টেন নিশি (২০), পিতা-আমির হোসেন মিন্টু, মাতা- মর্জিনা খাতুন, গ্রাম-বেজপাড়া (আনসার ক্যাম্প, চোপদারপাড়া) (সষ্টিতলা পাড়া), সকলেই কোতয়ালী মডেল থানা, যশোর দেরকে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১২,০০০ টাকা এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।


একই তারিখে অর্থাৎ সোমবার ২৯ আগষ্ট ডিবি যশোরের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) নিতাই চন্দ্র দাস, এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত তারিখ ভোর রাত্র ৪ টা ৪৫ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ শাহপুর সাকিনস্থ শাহপুর বালিডাঙ্গা মাটির রাস্তার পশ্চিম পাশে জনৈক হাসানুর রহমান পিকুল, পিতা-মৃত মহসিন মোল্লা, সাং-শাহপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর এর ভেজাল সার তৈরির কারখানা হতে আসামী মোঃ মাহাবুবুর রহমান (৩৫), পিতা-মৃত আঃ রশিদ, মাতা-মাহামুদা, সাং-শাহপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর কে বিপুল পরিমান ভেজাল সার ও সার তৈরীর বিভিন্ন মেশিন সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।

জব্দকৃত আলামত সমুহের বিবরণ যথাক্রমে, ২৪ কার্টুন সুফলা বাম্পার মনো জিংক, সর্বমোট ওজন ২৪০ (দুই শত চল্লিশ) কেজি। ৬০ (ষাট) বস্তা ফ্রেস ক্যালসিয়াম কার্বোনেট সর্বমোট ওজন ১৫০০ কেজি। ২৫ বস্তা সোডিয়াম সালফেট এনহাইড্রেস ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ মেইড ইন চায়না । সর্বমোট ওজন ১২৫০ কেজি। ১২ বস্তা ডলোমাইট পাউডার। ১৮ বস্তা আমেরিকান জিংক প্লাস, সর্বমোট ওজন ৪৫০ কেজি। ৪ বস্তা লিমা জিংক, সর্বমোট ওজন ১০০ কেজি। ৩৯ বস্তা চায়না মনো জিংক, সর্বমোট ওজন ৯৭৫ কেজি। একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র, যাহার উপরে আরএফএল লেখা আছে। একটি সিলিং মেশিন। একটি SPRING DIAL SCALE., একটি লং স্প্রে মেশিন। একটি ১২ হর্স পাওয়ার এর Gi SIFANG স্যালো মেশিন, ৯০০ পিচ ব্লু রংয়ের আমেরিকান জিংক প্লাস খালি প্যাকেট। ২৫০ পিচ নিউ স্কয়ার জিংক প্লাস খালি প্যাকেট। একটি মিক্সার মেশিন। ১১ ব্যান্ডেল তারা তুর্কি বোরন এর খালি প্যাকেট, ২০০টি প্যাকেট সুফলা বাম্পার মনো জিংক,১০০টি সুফলা হেপ্টা জিংক এর খালি প্যাকেট, ১০০ টি সফল জিংক এর সবুজ রংয়ের খালি প্যাকেট। ৫০ টি চমক বোরন এর খালি প্যাকেট। জব্দকৃত আলামতের মোট মূল্য ৭,৩৮,০২৫ (সাত লক্ষ আটত্রিশ হাজার পঁচিশ) টাকা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *