নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৫ সেপ্টেম্বর, মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম কে মুন্সীগঞ্জের জেলা উপজেলা পর্যায়ের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার এর মালিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পুলিশ সুপার আগত অতিথিদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস সহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
