নিজস্ব প্রতিনিধি ঃ নীলফামারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা এক মহোতি উদ্দ্যোগ গ্রহণ করেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, নীলফামারী জেলার অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নীলফামারীর কর্মকর্তারা। এ উপলক্ষে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর নীলফামারিতে দুর্নীতি দমন কমিশন এবং স্থানীয় জেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও নীলফামারী জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জনাব এ কে এম সামিউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
