নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, মাদারীপুর এর সার্বিক সহযোগিতায় মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস সদর উপজেলার পানিছত্র ও পৌরসভা সংলগ্ন মডেল স্কুলের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ০৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৫২ ধারা মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়এবং তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রিয় না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর , সদর ও এবং জেলা পুলিশের একটি টিম । জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।