বাংলাদেশ ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র ( ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ পুলিশ একাডেমিস ইন্টারপাl) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় গতকাল ঢাকায় শুরু হওয়া ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপা’র সদস্য। এর সদর দপ্তর তুরস্কে অবস্থিত।

এদিকে, ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিগণ সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে আজ জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিগণ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলন গতকাল ঢাকায় শুরু হয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *