আন্দোলনের নেতা কি বাংলাদেশে আছেন, নাকি রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে নেতৃত্ব দেবেন? -আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ফখরুল সাহেব বড় বড় কথা বলেন। আমি বলতে চাই, আপনাদের আন্দোলনের রূপরেখা তৈরি করলে ওই আন্দোলনের নেতৃত্ব দেবেন কে?

আন্দোলনের নেতা কি বাংলাদেশে আছেন, নাকি রিমোট কন্ট্রোলে লন্ডন থেকে নেতৃত্ব দেবেন? আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে চলে গেছে। তত্ত্বাবধায়কের দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই।’

গতকাল বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার জনপ্রিয়তাকে বিএনপি ভয় পায়। আমরা খবর পেয়েছি, তারা বাংলাদেশকে বিশৃঙ্খলার আবহে নিতে পেট্রলবোমা, ককটেল বিস্ফোরণের পরিকল্পনা নিয়েছে। তারা যদি আন্দোলনের নামে সহিংসতা করে, আগুন-সন্ত্রাস নিয়ে মাঠে নামে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে অংশ নেব।
আগামী নির্বাচনে নতুন করে কোনো সরকার আসবে না। গণতান্ত্রিক অন্য দেশের মতো সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এর আগে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *