কুটনৈতিক বিশ্লেষক ঃ সীমান্তে বিদ্রোহী দমনে এবার বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের আরাকান রাজ্যে স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে রুখতে এবার হেলিকপ্টার ও বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে মিয়ানমার বাহিনী।
গতকাল শুক্রবার দিবাগত রাত নয়টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলার এলাকায় এবং উখিয়ার আনজুমান পাড়া সংলগ্ন মিয়াানমারে অভ্যন্তরে যুদ্ধ বিমানের উপর্যুপরি বোমা নিক্ষেপ চলে। তমব্রু এবং উখিয়ার আনজুমান পাড়ার বাসিন্দারা রাতে এসব দৃশ্য অনেকে সরাসরি দেখেছেন।
গভীর রাতে বিমান ও গোলার বিকট শব্দে স্থানীয়দের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তবে মিয়ানমারের ওপারে বিমান থেকে গোলা নিক্ষেপের ঘটনা ঘটলেও বাংলাদেশের সীমারেখার ভেতরে কোন গুলি পড়েছে বলে জানা যায়নি।
