নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৫ সেপ্টেম্বর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক এর নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও পরামর্শে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে পাবনা জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সদর উপজেলার মহিলা কলেজ রোড, কাজী প্লাজায় অবস্থিত তিনটি প্রসাধনী পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানকে আমদানিকারকের সিলবিহীন ও নিষিদ্ধ পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২,০০০ (দুই হাজার) টাকা করে মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া আব্দুল হামিদ রোডে অবস্থিত একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার অপরাধে ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
