নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, নীলফামারীর সার্বিক সহযোগিতায় নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম -এর নেতৃত্বে সৈয়দপুর উপজেলার বিচালী পট্টি এলাকা ও শহীদ ডাঃ জহুরুল হক রোড এলাকায় একটি বাজার তদারকি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক জরিমানা করা হয়।
বাজার তদারকি অভিযান পরিচালনা কালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সৈয়দপুর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।