সুমন হোসেন, (যশোর) ঃ যশোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠান থেকে ২২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর, সকালে জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক চৌগাছার কোটচাঁদপুর রোড ও ইছাপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
কোটচাঁদপুর রোড এলাকায়
সুমাইয়া ফুডস্ এর বিস্কুট, পাউরুটি, কেক ইত্যাদি তৈরিতে ক্ষতিকর স্যাকারিন ও সাল্টু ব্যবহার এবং উৎপাদিত এ সকল খাবারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার না করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা ও ইছাপুর মোড় এলাকায় অবস্থিত
মেসার্স লিলিমা ফার্মেসী এর বিপুল পরিমাণে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রির অপরাধে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে সুমাইয়া ফুডস্-এর স্বত্বাধিকারী মোঃ মফিজুর রহমানকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সকল প্রয়োজনীয় লাইসেন্স করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব। সার্বিক সহযোগিতা করেন ক্যাব, যশোর-এর সদস্য মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান কতৃপক্ষ।