দেখা দিয়েই তোপের মুখে বুয়েট ভিসি

এইমাত্র জাতীয় রাজধানী শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রায় ২৬ ঘণ্টা পর ক্যাম্পাসে এসেই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন

তিনি বিশ্ববিদ্যালয়ের ডিন ও কয়েকজন বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে বের হলেই ঘিরে ধরেন শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন

বৈঠক শেষে উপাচার্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বাধার মুখে পড়েন তিনি। এসময় ভুয়া ভুয়া বলে চিৎকার করেন শিক্ষার্থীরা।।

এসময় ভিসি বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু বিচারের দাবিতে সরকারের বিভিন্ন মহলে আলোচনা করছেন।

এদিকে ভিসিকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ভিসির কথায় সন্তুষ্ট নয় তারা।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় কর্মকর্তারা শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধির সঙ্গে কথা বলার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ। উপাচার্যকে সবার সামনে জবাবদিহিতার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *