সিলেটে পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশগত মান উন্নয়ন বিষয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


শাহ ইসমাইল (সিলেট) ঃ শনিবার ৮অক্টোবর সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কমিশনার অফিস সম্মেলন কক্ষে পরিবেশগত মান উন্নয়ন বিষয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অংশীজন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবদুল হামিদ, মহাপরিচালক (গ্রেড-১), পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর ঢাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট বিভাগ, সিলেট। পরিবেশ অধদপ্তর, সিলেট কিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সিলেট চেম্বার, বিভিন্ন শিল্প-কারখনার প্রতিনিধি, ইটভাটার মালিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পরিবেশ সংরক্ষণে শিল্প-কারখানার প্রতিনিধিদেরকে reciprocal system এ পরিবেশ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি শব্দ দূষণ, বাय़ू দূষণ, পানি দূষণ,সিংগেল ইউজ প্লাস্টিক এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন: মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের অন্যতম হলো পরিবেশ সুরক্ষা। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপান্তরে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

তিনি জানান, মানুষের জীবন একটা। শব্দ দূষণের করাণে কারো শ্রবণশক্তি শক্তি হ্রাস পেলে তা আর ফিরে পাওয়া যাবে না। তাই পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। বিভাগীয় কমিশনার বলেন,শিল্প-কারখানার মালিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অবদানে দেশ এগিয়ে যাচ্ছে।

আপনাদের সবাইকে পরিবেশ রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, আমি ও আমার টিম আপনাদের সাথে আছি, তবে পরিবেশ দূষণকারীদের সাথে নেই।

এরপর সকাল ১১ টার সময় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় গঠিত গ্রীণ ক্লাব সদস্যদের সাথে আলাদা একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *