ভারতীয় কোস্টগার্ডকে বাংলাদেশ কোস্টগার্ডের কঠোর বার্তা

Uncategorized আন্তর্জাতিক

আজকের দেশ ডেস্ক ঃ কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মহিউদ্দিন জামান বলেছেন, নিষেধাজ্ঞার সময়ে ভিনদেশি জেলেরা অবৈধভাবে জলসীমায় ঢুকে মাছ শিকার ঠেকাতে কোস্টগার্ড পশ্চিম জোনের ১২টি স্টেশন ও আউটপোস্টের সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপদ সমুদ্রসীমা নিশ্চিত করতে কোস্টগার্ডের ইনশোর পেট্রোল ভ্যাসেলসহ বিভিন্ন জাহাজ টহলে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞার সময়ে কোনও ভারতীয় জেলে যাতে ঢুকতে না পারে, সে ব্যাপারে ভারতের কোস্টগার্ডের নর্থ ইস্ট রিজিয়ানের কমান্ডেন্ট বিবেক শর্মার সঙ্গে গত বৃহস্পতিবার কথা হয়েছে। বিবেক শর্মাকে নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন এবং কিছু লিফলেট দেওয়া হয়েছে। তাকে বলা হয়েছে, এই সময়ে ভারতীয় কোনও জেলে বাংলাদেশের জলসীমায় যেন প্রবেশ না করে। এজন্য যেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এবং যদি তা না করেন তাহলে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর ব্যবস্থা নেবে।’(তথ্য সুত্রঃ ডিফেন্স রিসার্চ ফোরামের ফেসবুক পেইজ থেকে নেওয়া )


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *