নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ১১ অক্টোবর র্যাব -১০ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর যৌথ উদ্যোগে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন’ ২০১৮ অনুসারে এ এস সুপার ওয়্যার’স, প্লট বি ২৪, এস ৪৭, বিসিক শিল্পনগরী, কেরানীগঞ্জ, ঢাকা নামীয় প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত SWG- ১৫,১৭,১৯,২১,২৩,২৪,২৮ সাইজের এনামেলড রাউন্ড কপার ওয়ান্ডিং ওয়্যার’স (ব্র্যান্ডঃ এ এস) উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইনে ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট র্যাব ফোর্সেস ব্যাটালিয়ন (র্যাব) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা প্রকৌঃ মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন।
