সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড বিতরণ

Uncategorized অন্যান্য

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে ৩ শত ৫৫ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্টকাড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়।
এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণ সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।

অনুষ্ঠানে অন‍্যান্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *