নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১৫ অক্টোবর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সদয় নির্দেশনা মোতাবেক কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার রাজগঞ্জ বাজার এলাকার পেয়াজ ও ডিম সহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মূল্য তালিকা না রেখে ইচ্ছেমাফিক দামে পেঁয়াজ ও ডিম বিক্রির অভিযোগে চার দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও অন্তত ২০ দোকানীকে সতর্ক করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে সরকার নির্ধারিত রেটে ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।
সকাল ১০টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে জেলা পুলিশের একটি টিম এবং রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে এট একটা চলমান প্রক্রিয়া ।